আনন্দের মাঝেই রয়েছে প্রতিবাদ, ইসলামপুরে জ্বলে উঠলো জাস্টিসের ৫ হাজার প্রদীপ

তিলোত্তমাকে উৎসর্গ করা হল ইসলামপুর হাইস্কুলের মাঠে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
diya

File Picture

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোতেও চলেছিল প্রতিবাদ। পুজো কার্নিভালের সঙ্গে হয়েছিল দ্রোহের কার্নিভাল। এবার কালীপুজোতেও রইলো তার আঁচ। দীপাবলিতে পাঁচ হাজারের বেশি প্রদীপ জ্বালিয়ে তিলোত্তমাকে উৎসর্গ করা হল ইসলামপুর হাইস্কুলের মাঠে। 

কালীপুজোর আবহে দীপাবলিতে অভিনব প্রতিবাদ ইসলামপুরে। আলোর উৎসবে মেতে বাংলা। কিন্তু ইসলামপুরের মানুষেরা উৎসবে সামিল হয়েও ভুললেন না তিলোত্তমাকে। এলাকার ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে ইসলামপুর হাইস্কুল ময়দানে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ হাজারেরও বেশি প্রদীপ জ্বালানো হল। যোগ দিলেন অ্যাকাডেমির শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা। যোগ দিলেন এলাকার অনেক সাধারণ মানুষ। 

diwali oillamps

অ্যাকাডেমির শিক্ষক এ বিষয়ে জানিয়েছেন, গত পাঁচ বছর ধরেই তারা এই উদ্যোগ নিয়ে চলেছেন। গত বছর প্রায় ৪ হাজারের কাছাকাছি প্রদীপ জ্বালানো হয়েছিল। এবার সংখ্যাটা বেড়ে ৫ হাজার হয়েছে। কিন্তু এবারের দীপাবলি তাঁদের কাছে প্রতিবাদের দীপাবলি।তিলোত্তমার যাতে সুবিচার পায় সেই দাবিকে সামনে রেখেই তারা এবার প্রদীপ হাতে ময়দানে নেমেছেন। প্রদীপ দিয়েই লেখা হয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস’। আর সবটাই উৎসর্গ করা হচ্ছে তিলোত্তমার জন্য।