নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সমুদ্র উপকূলের জুনপুট এলাকা থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালি বিক্রি হচ্ছে এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুন্ডু ও পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ড়্যার নেতৃত্বে গ্রামের বহু মানুষ আজ বিরামপুর শিবালয় মন্দির থেকে জুনপুট কোস্টাল থানায় মিছিল করে এসে বিক্ষোভ দেখান ও ডেপুটেশন জমা দেন।
এই এলাকা থেকে প্রতিনিয়ত যে বালি চুরি হচ্ছে সেটা নিয়ে বিজেপির পঞ্চায়েত প্রধান চলতি বছরের গোড়া থেকেই বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়ে আসছেন। অভিযোগ জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলেই তিনি জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/03/11/0P4Guo14hpd7kyQ7lKUG.PNG)