নিজস্ব সংবাদদাতা, বেলপাহাড়িঃ বেলপাহাড়ীতে ফের মাওবাদী অধ্যুষিত এলাকায় সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার উদ্ধার করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, বেলপাহাড়ি থানার অন্তর্গত ভূলাভেদা এলাকার বিভিন্ন জায়গায় এই পোস্টার উদ্ধার হয়েছে।
পোস্টারগুলোতে লেখা আছে যে, '' জঙ্গল কেটে সাফ করা যাবে না। জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণ প্রতিরোধ গড়ে তুলবে। TMC'র দালালদের আদালতে বিচার করে শাস্তি দাও। ''
সূত্র মারফত আরও জানা যায় যে, এই এলাকায় কিছু অসাধু লোক এলাকাকে অশান্ত করার চক্রান্ত চালাচ্ছে। কোনও সময় ভুয়ো আন্দোলন হোক বা কোন সময় ভুল বুঝিয়ে যে কোনও কর্মসূচির মধ্য দিয়ে এলাকাকে উত্তপ্ত করার চক্রান্ত চালানো হচ্ছে। এলাকাকে উত্তপ্ত করা ও অশান্ত করে তোলার উদ্দেশ্যেই এই মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলো দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
বেলপাহাড়ি থানার পুলিশ মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলি উদ্ধার করার পরে, এই পোস্টারগুলিকে ভুয়ো বলে প্রাথমিক ভাবে পুলিশ প্রশাসন মনে করছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই পোস্টারগুলো লাগিয়েছে তা তদন্ত করে দেখার কাজ শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।