মুসলিমরাই দেশকে ঐক্যবদ্ধ রেখেছে ! ওয়াক্ফ আইন প্রসঙ্গে বড় দাবি করলেন মেহবুবা মুফতি
মুর্শিদাবাদের বাস্তব ঘটনা জানতে ময়দানে নামছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
এই জায়গায় ২ দিন বৃষ্টি হবে, গরম থেকে স্বস্তি পাবেন মানুষ!
ভবিষ্যতের জন্য সম্পত্তি বাতিল! ওয়াকফ নিয়ে বড় দাবি বিজেপি সাংসদের
মন্দিরে চুরির চেষ্টা করে হল না শেষরক্ষা, চোরদের ঠাঁই শ্রীঘরেই!
গাজন সন্ন্যাসীদের উপর মিথ্যে অভিযোগ ও গ্রেফতারের প্রতিবাদ! রাজ্য সড়ক অবরোধ
আমেরিকার শুল্ক মারাত্মক হারে বৃদ্ধি, চিন দিল কড়া জবাব
SSC BREAKING: কেউ কোনও বিশেষ সুবিধা পাবেন না, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত!
SSC BREAKING: চাকরিহারা শিক্ষকদের কাজ চালিয়ে যেতে বলল সুপ্রিম কোর্ট!

'খোঁজ' দিয়েই বাজিমাত পুলিশের

হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ, জেলায় চালু 'খোঁজ' (KHOJ) নামক অ্যাপস। এই অ্যাপসের সাহায্যে ১১ টি হারিয়ে যাওয়া ফোন খুঁজে মালিকদের হাতে তুলে দিল দাসপুর থানা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
x

নিজস্ব সংবাদদাতা: নিজের টাকায় কেনা প্রিয় ফোন হারিয়ে গেছে? চিন্তা কিসের? এবার মুশকিল আসান করছে জেলা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। ‘খোঁজ’ এর মাধ্যমে মোবাইল ফোন খুঁজে দিচ্ছে জেলা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল পুনরুদ্ধারের জন্য খোলা হয়েছে বিশেষ সেলও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘খোঁজ’ নামক বিশেষ অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই জেলার বেশকিছু থানা থেকে আসা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ উদ্ধার করেছে হারিয়ে যাওয়া কিছু মোবাইল ফোন। দাসপুর থানার পুলিশের পক্ষ থেকে ১১ টি হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দেওয়া হল মালিকদের।

এবিষয়ে দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি বলেছেন, "কারও ফোন হারিয়ে গেলে প্রথমে থানায় ডাইরি করতে হবে প্রয়োজনীয় তথ্য সহ। আমরা সেই তথ্য 'খোঁজ' (Khoj) অ্যাপে আপলোড করে দেবো। ওই অ্যাপসের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন লোকেশন ট্যাপ করে সংশ্লিষ্ট থানায় চলে যাবে। আগে জেনারেল ডাইরি করে হারিয়ে যাওয়া ফোনের হদিশ পেতে সময় লাগতো, এই অ্যাপসের মাধ্যমে কম সময়ে ফোন খুঁজে পেতে সহায়তা হবে।" পুলিশের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা।