হরি ঘোষ, দুর্গাপুর: বিয়ে বাড়ির মত সাজানো তত্ত্ব। সেই ডালা ভর্তি তত্ত্ব নিয়ে লাইন দিয়ে ঈদগাহে ঢুকল পুলিশ। চমকে গেলেন সকলে। আর ঈদের অনুষ্ঠানে এভাবেই চমক দিলেন দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির পুলিশ। সোমবার সর্বত্র পালিত হচ্ছে খুশির ঈদ।
সকাল থেকে ঈদগাহে নামাজ পড়ার ভিড়। তারপর কোলাকুলি। সেই রকমই অনুষ্ঠান চলছিল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার খয়রাশোল ঈদগাহে। হঠাৎ ঈদগাহের সামনে থামল বেশ কয়েকটি পুলিশের গাড়ি। প্রথমে অনেকে চমকে গিয়েছিলেন। তারপর গাড়ি থেকে বের হল ডালা। বিয়ে বাড়ির তত্ত্ব দেওয়ার মত সাজানো ছিল প্রতিটি ডালা। সেই ডালাতে ছিল ফল, মিষ্টি, ফুলের তোড়া আর উত্তরীয়। লাইন দিয়ে বিধাননগর ফাঁড়ির আইসি মিহির দের নেতৃত্বে বিয়ে বাড়ির মত ডালা ভর্তি তত্ত্ব নিয়ে ঈদগাহের ভেতর ঢুকে পড়ল পুলিশ কর্মীরা। মসজিদের ইমামদের হাতে তুলে দিলেন ডালা ভর্তি ফল ও মিষ্টি। তাদের গলায় পরিয়ে দিলেন উত্তরীয়। হাতে দিলেন ফুলের তোড়া। বিধাননগর ফাঁড়ির পুলিশের এই চমকে তাদের মধ্যেও বাড়ল খুশি। মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়, "পুলিশ তো আমাদের সবরকমই সাহায্য করেন। আজকেও আমাদের সম্মানিত করলেন। এই সম্মান পেয়ে নিজেদের গর্বিত বলে মনে করছি"।