' লক্ষ্মীর ভাণ্ডার নয়, ব্যবসা করে খেতে চাই ', মুখ্যমন্ত্রীকে অনুরোধ মহিলাদের

মুখ্যমন্ত্রীকে অনুরোধ মহিলাদের।

author-image
Adrita
New Update
া

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা থেকে হকারদের সরানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোরদার বিতর্ক। রাজ্যে বুলডোজার দিয়ে হকারদের দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে।

In a U-turn, Mamata says hawker eviction not the goal of her government -  The Hindu

সূত্র মারফত জানা গিয়েছে যে, রাজ্যের সরকারি জমি দখল করেছে হকাররা। সেইসব জমি ফের সরকারের দখলে আনতেই হকারদের ওঠানো হচ্ছে। সোনারপুরের বেশ কিছু জায়গায় হকারদের সরাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় প্রশাসনকে। 

Hawking is not illegal, Eviction of Hawkers is.”

এলাকার মহিলারা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এক তারা দাবী করেন যে, ' লক্ষ্মীর ভাণ্ডার নয়, ব্যবসা করে খেতে চাই। ' তারা মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে এই অনুরোধ করেন। 

Adddd