আরও খারাপ খবর! স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির সন্তানের মৃত্যু

ফের একবার স্যালাইন কাণ্ডে ঝড় তুলে দিল বলেই মনে করা হচ্ছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
baby horror

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্যালাইন কাণ্ডে এবার সামনে আসছে আরও খারাপ খবর। এবার প্রসূতি সদ্যজাত সন্তান প্রাণ হারাল। মেদিনীপুর মেডিক্যাল কলেজের এসএনসিইউ বিভাগে ভর্তি ছিল সদ্যজাত শিশু পুত্র। জন্মের পর থেকেই তাঁকে ভর্তি রাখা হয়েছিল SNCU তে।

প্রসূতি মা রেখা সাউয়ের শিশু পুত্র সে। রেখা সাউয়ের অবস্থাও ভালো না। তাঁকেও রাখা হয়েছে ভেন্টিলেশনে। কিন্তু তারপরও পরিবারের একটাই আশা ছিল যে তাঁদের সন্তান ঠিক আছে। কিন্তু আজ সেই আশাও শেষ হয়ে গেল।

 child death .jpg

কীভাবে সদ্যজাতর মৃত্যু হল, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনা ফের একবার স্যালাইন কাণ্ডে ঝড় তুলে দিল বলেই মনে করা হচ্ছে। 

Saline Controversy