ফুটবল মাঠে অভিনব প্রতিবাদ! মেদিনীপুর মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব

ফুটবল মাঠে অভিনব বার্তা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-03 at 12.05.09 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর লীগের দ্বিতীয় ডিভিশনের গুরুত্বপূর্ণ ম্যাচ অরবিন্দ স্টেডিয়ামে। খেলতে নামে শহর তথা জেলার অত্যন্ত পরিচিত মেদিনীপুর মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব। প্রতিপক্ষ ছিল বিজয় একাদশ। মূলতঃ এই ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। শুরু থেকেই টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলতে থাকল ম্যাচ। ম্যাচের ঠিক তখন ১১ মিনিট, দুর্দান্ত একটি গোল করে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব। মেদিনীপুরকে এগিয়ে দিলেন দলের ৪ নং জার্সিধারী ফুটবলার সেক মুস্তাকিন। প্রথম গোলটি করার পর পুরো দল ছুটে এলো রিজার্ভ বেঞ্চ এর সামনে। 

সাইড লাইনের ধারে তখন দাঁড়িয়ে দলের প্রধান কোচ সোমনাথ সাহা, ক্লাবের সেক্রেটারি সেক আজহার উদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি সেক আরমানরা। প্রধান কোচ সোমনাথ সাহা ক্লাবের একটি জার্সি বাড়িয়ে দিলেন গোলদাতা মুস্তাক সহ ফুটবলারদের হাতে। জার্সিতে লেখা Justice For R.G Kar। জার্সিটি দ্রুত পরে ফেলল গোলদাতা মুস্তাক, সেই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়ল পুরো দল। হ্যাঁ, এইভাবেই আজ প্রথম গোলের পরে কোনও সেলিব্রেশন না করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী JusticeForR.G KAR লেখা জার্সি পরে সাইড লাইনের ধারে এসে মেদিনীপুর মহামেডান এর সমস্ত ফুটবলারদের অভিনব প্রতিবাদ দেখল আজ অরবিন্দ স্টেডিয়ামে উপস্থিত আপামর ক্রীড়াপ্রেমীবৃন্দ।