নিজস্ব সংবাদদাতা: ফের রাস্তার ওপর মহম্মদ ইউনূস বিরোধী পোষ্টার। সন্দেহের তীর বিজেপির দিকে। ফের একবার ইউনূস বিরোধী পোষ্টার পড়ল শিলিগুড়ির সংলগ্ন অম্বিকা নগর বাজার থেকে শুরু করে ভালোবাসা মোড় পর্যন্ত। রাস্তার ওপর সাঁটানো হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের পোস্টার।
যাতে হিন্দি এবং বাংলায় লেখা আছে, 'বাংলাদেশ জিহাদী সরকার।' এই ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে শুধু শিলিগুড়ি শহর নয় শহর তলিতেও ভারত বিরোধীদের প্রতি ক্ষোভের সঞ্চার ঘটছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও ভারতবিরোধী চিন্তাভাবনার বিরুদ্ধে সরব দেশ৷ রাজ্যেও এই নিয়ে চলছে বিক্ষোভ আন্দোলন।
বাংলাদেশের রাজনৈতিক ডামা ডোলের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। বাংলাদেশ ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি। যথারীতি তার আঁচ এসে পড়েছে এপাড়েও।