নাবালিকাকে ধর্ষণ, পাশে বিজেপি নেত্রী

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

author-image
Jaita Chowdhury
New Update
448-252-22034562-thumbnail-16x9-rape-aspera

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: কোলাঘাটের নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনার তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজের নির্যাতিতাকে দেখতে এলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র! ২ এপ্রিল কোলাঘাটের গোপাল নগর রাইন এলাকায় নাবালিকার যৌন নিগ্রহ এবং l মলদ্বারে কাঁটা চামচ ঢুকিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে কোলাঘাট থানা পুলিশ। 

BJP

নাবালিকা এই মুহূর্তে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি। আজ তমলুকের মেডিকেল কলেজে নাবালিকাকে দেখতে আসেন পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র! তিনি একযোগে পুলিশ ও শাসক দলকে আক্রমণ করেন! হাসনাবাদের গণধর্ষণের ঘটনা নিয়েও তীব্র আক্রমণ করে শাসক দলকে!