নিজস্ব সংবাদদাতা: কোলাঘাটের নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনার তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজের নির্যাতিতাকে দেখতে এলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র! ২ এপ্রিল কোলাঘাটের গোপাল নগর রাইন এলাকায় নাবালিকার যৌন নিগ্রহ এবং l মলদ্বারে কাঁটা চামচ ঢুকিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে কোলাঘাট থানা পুলিশ।
/anm-bengali/media/post_banners/4cZT5wSoyHJepKAtOzxA.jpg)
নাবালিকা এই মুহূর্তে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি। আজ তমলুকের মেডিকেল কলেজে নাবালিকাকে দেখতে আসেন পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র! তিনি একযোগে পুলিশ ও শাসক দলকে আক্রমণ করেন! হাসনাবাদের গণধর্ষণের ঘটনা নিয়েও তীব্র আক্রমণ করে শাসক দলকে!