বিধায়কের উদ্যোগে শুরু হবে মিনি ম্যারাথন

কে নিলেন উদ্যোগ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-01-21 at 2.23.34 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আগামী ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে মিনি ম্যারাথনের উদ্যোগ নিয়েছেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।কদিন আগেই এক মাস ব্যাপী এম এল কাপ ২০২৪- এ ব্যাপক সাফল্য পেয়েছেন। আর তারপর ডেবরা ব্লকের বালিচক থেকে ডেবরা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জুড়ে এই মিনি ম্যারাথন দৌড় হবে। পুরস্কারও রাখা হয়েছে।

ম্যারাথনে প্রথম চারজনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থকেও পুরস্কৃত করা হবে। এর জন্য বিধায়ক হুমায়ুন কবীর একটি কমিটিও করে দিয়েছেন যেখানে পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, সাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সাবির আলি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু সহ ডেবরা ব্লক জুড়ে দলের নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা রয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে নাম আসতে শুরু করেছে। একশোর বেশী মানুষ এই ম্যার‍্যাথনে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী বিধায়ক। তিনি জানান, "শরীরকে সুস্থ রাখতে, মোবাইল থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে খেলাধূলোর খুবই প্রয়োজন। তাই আমি বিভিন্ন ধরনের খেলাধুলা ও দৌড় প্রতিযোগিতা করাচ্ছি। আগে এম এল এ কাপ হয়েছে। সেখানে বহু ফুটবল প্রেমীরা অংশগ্রহণ করেছেন। আমি আবেদন করব মিনি ম্যারাথনে সবাই অংশগ্রহণ করুন"।