নিজস্ব সংবাদদাতাঃ আজ ২২ শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণ দিবস।
আজ তাঁকে শ্রদ্ধা জানাতে নিমতলা ঘাটে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দেবাশীষ কুমার।
এই অনুষ্ঠানে এসে তিনি বলেন, '' আমাদের আবেগ আমাদের জীবন আমাদের জন্ম থেকে মৃত্যু, সবটাই রবীন্দ্রনাথ। বাঙ্গালী হিসেবে আমাদের যে গর্ব তার অনেকটা কারণ রবীন্দ্রনাথ। তাই তাকে চোখে না দেখলেও তাকে জড়িয়ে আমাদের জীবন। তাই আমরা সবাই ভাবি এই দিনটা আমাদের জন্মের আগে কেন এল ? কেন আমরা তাঁকে দেখতে পেলাম না। কিন্তু তাঁকে অবলম্বন করেই আমাদের জীবন। ''
এ ছাড়াও তিনি, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙ্গা বিষয়ে বলেন যে, '' কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমার মন্তব্য করা উচিৎ নয়। কিন্তু এইভাবে রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায় ? রবীন্দ্রনাথ কে কি সরিয়ে ফেলা যায় ? বিশ্বকবি বিশ্ব মানবের হৃদয়ে থাকে। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন। আমি অত্যন্ত ব্যথিত ওই ঘটনায়। ''