কৃষ্ণনগরে খোঁজ মিলল ৪টি বাঙ্কারের, ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ল উত্তেজনা

রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
IMG-20250124-WA0007-1024x578

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বাঙ্কারের খোঁজ! আবারও চর্চায় উঠে এল নদিয়ার কৃষ্ণনগরের সেক্টরের টুঙ্গি বর্ডার এলাকা! এই নিয়ে সীমান্তে দেড় কিলোমিটারের মধ্যে ৪টি বাঙ্কারের খোঁজ মিলল। যা রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। 

উপর থেকে দেখলে মনে হবে টিনের ছাউনির সাদামাটা একটা ঘর। কিন্তু ওই ঘরে মাটির নিচেই খোঁজ মিলছে এই রহস্যজনক বাঙ্কারগুলির। শুক্রবার খোঁজ মিলেছিল ৩টি বাঙ্কারের। শনিবার খোঁজ মিলল আরও একটির। গোটা এলাকা ইতিমধ্যেই ঘিরে রেখেছে সেনাবাহিনী।বাঙ্কার গুলির ভিতর থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে নিষিদ্ধ সিরাপ। 

indian army ui1.jpg

কিন্তু প্রশ্ন হচ্ছে, নিষিদ্ধ সিরাপের জন্যেই কি তৈরি হয়েছিল এই বাঙ্কারগুলি? নাকি অনুপ্রবেশকারীদের গোপন ঘাঁটি এগুলি? রীতিমতো সন্ধান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ যৌথ উদ্যোগে।

IMG-20250124-WA0013-1