নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ২৪ ঘণ্টা আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার জনের। এদের মধ্যে পশ্চিম মেদিনীপুরের প্রায় দেড় হাজার জন। শুক্রবার দুপুরে মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিহারা শিক্ষকরা। ‘এবার হবে ধ্বংসাত্মক আন্দোলন, মৃত্যুকে ভয় পাই না’ দাবি চাকরিহারা শিক্ষকদের।
/anm-bengali/media/media_files/2025/04/04/sVTU6IKJXPpKvp5sbJk5.jpeg)
শিক্ষকদের চাকরি হারানোর পেছনে দায়ী রাজ্য সরকার, দাবি চাকরিহারাদের। মেদিনীপুর কালেক্টরেট অফিসের সামনে পথ অবরোধও করেন চাকরিহারা শিক্ষকরা। রাস্তার মাঝখানে শুয়ে পড়েন সর্বহারারা। যদি তাদেরকে সসম্মানের সঙ্গে চাকরি ফেরত না দেওয়া হয়, তাহলে তারা পরবর্তীতে পরিবার নিয়ে আন্দোলনে নামবেন। এদিন এমনই রাজ্য সরকারকে কড়া আন্দোলনের হুমকি দেয় চাকরিহারা শিক্ষকরা।