ঝাড়গ্রামের লোধাশুলিতে বাইকের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

বাইক আরোহী দুই ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামের লোধাশুলি ৬ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের উপরে বাইকের সাথে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। এদিন ৬ নম্বর জাতীয় সড়কের লোধাশুলি থেকে চন্দ্রী যাবার পথে ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ২ বাইক আরোহীর মৃত্যু হয়। 

Accident

খবর পেয়েই মানিকপাড়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও  হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। দুই ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।