নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে মধ্য আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে মেদিনীপুর শহরের অবস্থিত মিশন গার্লস বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ ভাবে বুথটি পরিচালনায় প্রশাসনিক ও কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব রয়েছেন মহিলা আধিকারিকেরা।
নির্বাচন কমিশনারের পক্ষ থেকে মিশন গার্লস বিদ্যালয়টিকে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র করে তোলায় খুশি উক্ত ভোট কেন্দ্রের ভোটাররা। উক্ত ভোট কেন্দ্রের ভোটাররা জানিয়েছেন, খুব সুস্থ সুন্দরভাবে এক নির্মল পরিবেশের মধ্য দিয়ে এই আদর্শ ভোট কেন্দ্রে ভোট হচ্ছে। আমরাও খুশি যে আমাদের ভোটকেন্দ্রকে নির্বাচন কমিশন আদর্শ ভোট কেন্দ্র হিসেবে সাহায্য তোলায়।
জানা গিয়েছে এই ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ১৭৬ এবং ১৭৭ দুটি ভোট কক্ষ। মোট কক্ষের বাইরে রয়েছে পানীয় জল, চিকিৎসা পরিষেবার ব্যবস্থা, বসার জন্য বেলুন দিয়ে সাজিয়ে তোলা সুসজ্জিত প্যান্ডেল। তাই এলাকার ভোটাররা খুশি নির্বাচন কমিশনারের এই পদক্ষেপে।