নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি চাকরি খুঁজছেন ? আপনার জন্য এক সুখবর রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, বিপুল শূন্যপদে অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ চলছে।
/anm-bengali/media/post_attachments/ae661e7729844d6f42c12d0ac8ac271d28d32665adf38134f64aa308e2a0e6e2.jpg)
আরও বিস্তারিতভাবে জানা গিয়েছে যে, বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।
/anm-bengali/media/post_attachments/c4bd92df19fa9adf3940512d2fef2ac64583b1cc02a1429748cbad16d41393c0.jpg?im=FitAndFill=(540,360))
আরও জানা গিয়েছে যে, প্রায় ৭০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনকারী চাকরিপ্রার্থীকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও তাকে স্থানীয় ভাষা জানতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০ বছর। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
/anm-bengali/media/post_attachments/5d59d41c01f7e774dbbed64e6822a2eb46d89881e08546445dfd9cd15302e4eb.jpeg)
আরও জানা গিয়েছে যে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট ১০ নম্বরের। আবেদনকারীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ আগস্ট।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/02/west-bengal-anganwadi-recruitment-1024x538.jpeg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)