নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গোঁসাইবাজার কংসাবতী গার্ডেনে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। রবিবার বন্ধুত্ব গ্রুপের ৮ম বর্ষের বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র, বিশিষ্ট সমাজসেবী হীরালাল ঘোষ ও সৌরভ চক্রবর্তী।
/anm-bengali/media/media_files/2025/03/17/xQ4ze4lOD7bcCUuLFbug.jpeg)
চন্দ্রকোনা পৌর এলাকা অর্থাৎ চন্দ্রকোনা শহরে অতীতে আলাদাভাবে বসন্ত উৎসব উদযাপন করা হতো না। আজ থেকে ৮ বছর আগে ২০১৭ সালে চন্দ্রকোনা শহরের কয়েকজন যুবক-যুবতী মিলে বন্ধুত্ব গ্রুপ তৈরি করে। তাদের উদ্যোগে চন্দ্রকোনা বসন্ত উৎসব উদযাপন হয়ে আসছে। বর্তমানে সদস্য সংখ্যা ২২। এইদিন বসন্ত উৎসবে সদস্যরা ছাড়াও বন্ধুত্ব গ্রুপের ডাকে চন্দ্রকোনা শহর ও দূর-দূরান্ত থেকে প্রায় ৪০০ জন বসন্ত উৎসবে উপস্থিত হয়ে নাচ-গান, কবিতা পাঠ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করেন। সকালে চন্দ্রকোনা শহরে প্রভাত ফেরি এবং তারপর কংসাবতী গার্ডেনে একে অপরকে আবির মাখিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনভর বসন্ত উৎসব উদযাপন হয়।