নিজস্ব সংবাদদাতা : মালদার মোথাবাড়ির ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে, আজ শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করল বিজেপি। এই বিষয়ে হেভিওয়েট বিজেপি বিধায়ক শংকর ঘোষ কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত ব্যর্থতা। তিনি তোষণের রাজনীতিতে শীর্ষে পৌঁছেছেন। যেকোনও হিন্দু উৎসবের সময় এমন ঘটনা, এখন সাধারণ হয়ে গেছে।"
/anm-bengali/media/media_files/J9ndT7QdQb8nguMcez2d.jpg)
তিনি আরও অভিযোগ করেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিস্থিতি তৈরি করেছেন যাতে বাঙালি হিন্দুরা একদিন হয়তো ভারতেও থাকতে পারবে না। তিনি ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশ শাসনের প্রশংসা করেন। যতদিন এই স্বৈরাচারী শাসন এই রাজ্যে চলবে, ততদিন হিন্দুরা বাঁচতে পারবে না।"