ভারতের আবার পাকিস্তান ও বাংলাদেশ ভেঙে ফেলার ক্ষমতা আছে- ইউনূসকে হুমকি!

কে করলেন এই মন্তব্য?

author-image
Anusmita Bhattacharya
New Update
c

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মহম্মদ ইউনূস দাবি করেছেন, "ভারত সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত। আমরা এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক"। এই বক্তব্য প্রসঙ্গে আসাম বিধানসভার ডেপুটি স্পিকার নুমাল মোমিন বলেন, "আমি বাংলাদেশি নেতা মহম্মদ ইউনূসকে মনে করিয়ে দিতে চাই যে ভারত একবার পাকিস্তানকে ভেঙে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান তৈরি করেছিল, অর্থাৎ বর্তমান পাকিস্তান ও বাংলাদেশ। তাই, ভারতের আবার পাকিস্তান ও বাংলাদেশ ভেঙে ফেলার ক্ষমতা আছে। আমার মতামত হল বাংলাদেশকে দুটি ভাগে ভাগ করা উচিত: একটি বাংলাদেশি মুসলমানদের জন্য এবং অন্যটি হিন্দু, খ্রিস্টান, যেই হোক না কেন। মুহাম্মদ ইউনূসের কথা বলার আগে খুব সাবধান থাকা উচিত। তাদের উত্তর-পূর্ব অঞ্চলের বিরুদ্ধে খেলা উচিত নয়। উত্তর-পূর্ব থেকে একটি সতর্কবার্তা রয়েছে যে মুহাম্মদ ইউনূসকে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায়, তার পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকা উচিত"।

leader