নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ ৫১শক্তি পীঠের এক পিঠ দেবী বর্গভিমা মায়ের মন্দিরে দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে মাকে কালি রূপে পুজো করা হয়। সকাল থেকে ভোররাত পর্যন্ত মন্দিরে ছিল ভক্তদের ব্যাপক ঢল। মাকে রাজ বেশী সাজানোর পাশাপাশি চলে বিশেষ পুজোপাঠ ও হোম যজ্ঞ, জ্বালানো হয় ১০৮ টি প্রদীপ।
বিগত কয়েক বছরের তুলনায় এ বছর ভক্তদের ভিড় অনেকটাই বেড়েছে। শুধু তমলুক শহর নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে সারারাত মায়ের পুজোতে সামিল হয়।
পাশাপাশি শহরের সমস্ত ক্লাব পূজোর আগে মায়ের মন্দিরে পুজো দেয়ার যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে পুজো দিতে আসেন।