দূষণ প্রতিরোধে ফুল ও পরিবেশ মেলা শুরু হল তমলুকে

দূষণ রোধে নয়া উদ্যোগ।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, তমলুক: ফুল ভালো বাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফুলের টানে মানুষ দূর দূরান্তে পাড়ি দিচ্ছে। রং বাহারি ফুলের মাঝে সময় কাটাতে কে না চায়। পরিবেশ দূষণে পরিবেশ যখন বিপন্ন। সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে দূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেই রকমই এক মহতি উদ্যোগ পালিত হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। ফুল ও পরিবেশ মেলা শুরু হল তমলুক শহরে। তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক বৈকুন্ঠ সরবর এলাকায় আয়োজন করা হয়েছে ফুল মেলা। এদিন মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন  তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় , ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়,প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ,ও স্থানীয় কাউন্সিলর  সহ অন্যান্যরা।

জানা গিয়েছে, মেলায় বিভিন্ন ধরনের ফুল ছাড়াও নানা রকম এর আনাজ ও পরিবেশ  বিষয়ক চিত্র প্রদর্শনী রয়েছে। এ ছাড়াও আছে পরিবেশ নিয়ে  আলোচনা। মেলায় দেশি বিদেশি ফুলের সম্ভার ফুটে উঠে। মেলা চলবে আগামী ছয় ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা তাদের ফুল নিয়ে এসেছে।  ফুল চাষিদের উৎসাহিত করতে গত চার দশকের বেশি সময় ধরে হয়ে চলছে ফুলের মেলা। শীতের মনোরম পরিবেশে ফুলের মেলায় ফুল প্রেমী মানুষরা আনন্দ উপভোগ করছে।ছোট থেকে বড় সব বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তমলুকের ফুলের মেলায়।

এই ফুলের মেলায় ৪২ টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ফুলের মান খুব ভালো রয়েছে, শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রতিযোগীরা। এমনটা জানিয়েছেন সংস্থার সদস্য বিতষোক পট্টনায়েক।