ফের বাঘের আতঙ্ক, বন দপ্তরের পাহারা

আতঙ্কে গ্রামবাসীরা।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: রাতের অন্ধকারে রাইকা সংলগ্ন ভাঁড়ারী পাহাড়ের জঙ্গল থেকে একলাফে জাল ডিঙিয়ে পালিয়েছে বাঘ। জানা গিয়েছে, শুক্রবার রাতে বাঘ মানবাজার দুই নম্বর ব্লকের নেকড়া গ্রামের পাশ দিয়ে হাতিরামগোড়ার জঙ্গল পেরিয়ে বোরো গ্রামের দিকে যাচ্ছিল। ওই সময় বনদপ্তরের প্রচার গাড়ি রাস্তায় পেয়ে বাঘ আবার ইউটার্ন নিয়ে রিক্রমডি এবং হাতিরামগোড়া মাঝে জঙ্গলে প্রবেশ করে।

আরও জানা গিয়েছে যে, ভোরের দিকে আবারও সেখান থেকে রাজ্য সড়ক অতিক্রম করে ঢুকে পড়ে নেকড়ে গ্রামের পাশে থাকা বেলডুংরি পাহাড়ে। নেকড়া গ্রাম সহ একাধিক গ্রামের পাশে রয়েছে এই বাঘের পায়ের ছাপ। এই ঘটনায় ব্যাপক আকারে বাঘের আতঙ্কে ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন রেঞ্জের বনদপ্তরের কর্মীরা গোটা রাত পাহারা দিয়েছে ওই জঙ্গল।

পাশাপাশি বাঘের আতঙ্কে রাত জেগে আগুন জ্বালিয়ে লাঠি হাতে গ্রাম পাহারা দিয়েছে গ্রামবাসীরা।