ইভেন্ট ম্যানেজারের গাড়িতে ধাক্কা দেওয়া গাড়ির চালককেই এখন খুঁজছে পুলিশ

২০ কিলোমিটার ধরে দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nyb0svMv91k4WJWvycfm-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: পানাগড়ে ইভেন্ট ম্যানেজারের মৃত্যুর ঘটনায় সাদা গাড়ির মালিক বাবলু যাদবকেই এখন খুঁজছে আসানসোল-দুর্গাপুর পুলিশ।

এএনএম নিউজের সাথে কথা বলতে গিয়ে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী এদিন বলেন যে, বাবলু যাদব গাড়িটি চালাচ্ছিলেন এবং ইভেন্ট ম্যানেজারের গাড়িতে ধাক্কা লাগায় এক উত্তেজনার সৃষ্টি হয়। এরপর ২০ কিলোমিটার ধরে দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলে। কিন্তু ইভেন্ট ম্যানেজার যে গাড়িতে ছিলেন তার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়, আর তাতেই প্রাণ হারান ওই মহিলা। 

ngyuiuip

প্রাথমিক তদন্ত এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে বাবলু যাদবের গাড়িটি ওই মহিলার গাড়িকে ধাক্কা দেয় এবং ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চ্যাটার্জী এবং তার সহকর্মীরা তাদের থামার ইঙ্গিত দেওয়ার পরেও তিনি গাড়ি থামাননি। মারাত্মক দুর্ঘটনার আগে দুটি গাড়িই ২০ কিলোমিটার পর্যন্ত রেষারেষি করে।

panagarh bsrhh