অসাধ্য সাধন করে নজির গড়ল দুর্গাপুরের ই এস আই হাসপাতাল

ব্যয়বহুল চিকিৎসা তথা হাঁটু প্রতিস্থাপন সম্ভব হল ই এস আই হাসপাতালে।

author-image
Adrita
New Update
fv

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুর: অসাধ্য সাধন করল দুর্গাপুরের ই এস আই হাসপাতাল। ব্যয়বহুল চিকিৎসা তথা হাঁটু প্রতিস্থাপন সম্ভব হল ই এস আই হাসপাতালে। দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা অনিমা সাহা হাঁটুর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২ রা এপ্রিল ইএস আই হাসপাতালে প্রায় আড়াই ঘন্টার সফল অস্ত্রোপচার করে মহিলার হাঁটু প্রতিস্থাপন করেন ডা : উদয়ন চৌধুরী ও তাঁর টিম। প্রায় লাখ দুয়েক টাকার ব্যয়সাপেক্ষ অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা সম্ভব হয়েছে। একথা জানিয়েছেন হাসপাতালে ডা: উদয়ন চৌধুরী।

হাসপাতাল সুপার ডা: দীপাঞ্জন বক্সি জানিয়েছেন যে, '' কলকাতার বাইরে জেলায় যে কোন ই এস আই হাসপাতালে এই উদ্যোগ প্রথম। '' বৃদ্ধা অনিমা সাহা জানান যে, '' ছেলের জন্য মানত আছে, তিরুপতি যাওয়ার ইচ্ছে আছে, এছাড়া পুরী যাওয়ার ইচ্ছে আছে। '' হাঁটু প্রতি স্থাপনের পর বেশ খুশিতে রয়েছেন অনিমা সাহা।  

Add 1