নিজস্ব সংবাদদাতা: অক্সফোর্ডকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে ফের আজ পথে নামছে DYFI। বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক সিপিএমের যুব সংগঠনের। সংগঠনের তরফে দুপুর ১টায় শিলিগুড়ির জলপাই মোড়ে জমায়েতের ডাক । উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে থাকবেন সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/OhiwQTXvcLagxkNIMhwP.jpg)