ধুমধাম করে ডেবরায় পালিত হল দীপাবলি এবং কালীপুজো

গতকাল ছিল আলোর উৎসব দীপাবলি।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
e

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ গতকাল ছিল আলোর উৎসব দীপাবলি। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ধুমধামের সাথে পালিত হয়েছে কালীপুজো। ব্যতিক্রম নয় পশ্চিম মেদিনীপুর জেলাও। এই জেলার বেশ কিছু এলাকায় বেশ বড় করে পালিত হয়েছে আলোর উৎসব দীপাবলি এবং কালীপুজো। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে বেশ কয়েকটি জায়গায় কালীপুজো হয়েছে। যেমন, রাধামোহনপুর আদর্শ হিন্দুস্থানী ক্লাবের সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো, ডেবরা থানা প্রতিরোধ বাহিনীর সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো, পাটনা ম্যানগ্রোভ ক্লাবের সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো এবং ডেবরা বাজার অগ্রনী সংঘের শ্রী শ্রী শ্যামা পুজো।  

job digbijoy da