নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ '' দেশের প্রায় ৮০ কোটি মানুষকে মোদীজি রেশনে চাল ,ডাল, আটা দিচ্ছেন। কিন্তু পশ্চিম বাংলার মানুষ ডাল পাচ্ছে না।সেই ডাল কে খেয়েছে ? যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক। আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানিনা তাকে ডাল দিচ্ছে না শুধুই ভাত দিচ্ছে। ''
গোপীবল্লভপুরে দলের সদস্য সংগ্রহ অভিযানে এসে এভাবেই রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকালে গোপীবল্লভপুর বাজারে সদস্য সংগ্রহ অভিযানে নামেন দিলীপ ঘোষ। দলের গোপীবল্লভপুর ১ মন্ডল কমিটির নেতা কর্মীদের নিয়ে দোকানে দোকানে সদস্য সংগ্রহ এর পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখার সময় মিসডকল এর মাধ্যমে বিজেপির সদস্য পদ গ্রহণ এর পদ্ধতি ব্যাখ্যা করেন। সঙ্গে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেন।
তিনি আরও বলেন যে , '' নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের প্রায় ২০ কোটি লোককে দরিদ্র সীমার উপরে নিয়ে এসেছেন। কারণ তারা গরিব নয়। তাদের বাড়ি হয়েছে, শৌচাগার হয়েছে। তারা বাড়িতে বসে বসে রেশন পাচ্ছে। মোদী দেশের প্রায় আশি কোটি মানুষকে চাল,ডাল,আটা দিচ্ছেন। কিন্তু পশ্চিম বাংলার মানুষ ডাল পাচ্ছে না। সেই ডাল কে খেয়েছে ? যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক। আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানিনা তাকে ডাল দিচ্ছে না খালি ভাত দিচ্ছে। ''