নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা: বুধবার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও চন্দ্রকোনা পৌরসভার ব্যবস্থাপনায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল এবং চন্দ্রকোনা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের ডেঙ্গু বিজয় অভিযানের সূচনা করা হয়। চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রের নেতৃত্বে চন্দ্রকোনা শহরে অবস্থিত হাসপাতাল চত্বর ও বিডিও অফিস চত্বরে এই অভিযান করা হয়। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা হাসপাতালের বিএমওএইচ ডঃ স্বপ্ননীল মিস্ত্রি ও চন্দ্রকোনা-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল পাইক।
/anm-bengali/media/media_files/2025/03/12/FBTvF1V9ySwabvnCUwxT.jpeg)
পৌরসভার এই ডেঙ্গু বিজয় অভিযানে সামিল ছিল ভেক্টর কন্ট্রোল টিম, নির্মল বন্ধু ও নির্মল স্বাথীর কর্মীরা। হাসপাতাল ও বিডিও অফিস চত্বরে কর্মীদের সাথে ঝাঁটা হাতে আবর্জনা পরিষ্কার করা থেকে নর্দমা সাফ করা, ড্রেনে ব্লিচিংসহ কীটনাশক দিতে দেখা যায় পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রকে। উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য দফতর থেকে চন্দ্রকোনা পৌরসভা জেলা স্বাস্থ্য সম্মান পায়। পৌরসভাকে ডেঙ্গু ফ্রি জোন করার জন্য জেলার মধ্যে চন্দ্রকোনা পৌরসভা এই সম্মান পায়। আগামী দিনেও চন্দ্রকোনা পৌরসভা যাতে ডেঙ্গু ফ্রি জোন থাকে সেই লক্ষ্যে বুধবার চন্দ্রকোনা পৌরসভায় ডেঙ্গু বিজয় অভিযান শুরু হল। চন্দ্রকোনা পৌরসভার সাফাই বিভাগ প্রতিদিন পৌর এলাকা আবর্জনা মুক্ত রাখতে কাজ করে। কিন্তু এই ডেঙ্গু বিজয় অভিযানে ভেক্টর কন্ট্রোল টিম আলাদাভাবে কাজ করবে। ডেঙ্গুমুক্ত পৌরসভা গড়ে তুলতে বাড়ি বাড়ি সচেতন প্রচারও চলবে বলে জানান পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র।২০২৩-২৪ বর্ষে চন্দ্রকোনা পৌরসভা ডেঙ্গু ফ্রি জোন করতে সফল হওয়ায় স্বাস্থ্য দফতরের থেকে জেলা স্বাস্থ্য সম্মান পেয়েছে। আগামী ২০২৪-২০২৫ বর্ষেও যাতে এই ধারা বজায় থাকে তার জন্যই বুধবার এই ডেঙ্গু বিজয় অভিযানের সূচনা হল এমনটাই পৌরসভার তরফে জানানো হয়।