জাল রেশনকার্ড করে কোটি কোটি টাকা তছরুপ! ডিলারশিপ বাতিল তৃণমূল নেতার

সাত বছর ধরে কোটি কোটি টাকার রেশন সামগ্রী সরিয়েছিলেন তৃণমূলের নেতা। সরকার তাঁর ডিলারশিপ বাতিল করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
 ration

নিজস্ব সংবাদদাতা: সাত বছর ধরে কোটি কোটি টাকার রেশন সামগ্রী সরিয়েছিলেন তৃণমূলের নেতা। তিনি পেশায় একজন রেশন ডিলার। তাঁর বিরুদ্ধে একাধিকবা অভিযোগ উঠেছে। অবশেষে  তাঁর ডিলারশিপ সাসপেন্ড করল খাদ্য দফতর। তিনি আবার মালদা কালিয়াচক অঞ্চললের তৃণমূল সভাপতি ছিলেন। 

মালদার কালিয়াচকের অঞ্চল তৃণমূল সভাপতি আশরাফুল ইলসলামের রেশন ডিলারশিপ সাসপেন্ড করা হয়েছে। ২০১৫ – ২০২২ পর্যন্ত জাল রেশন কার্ড বানিয়ে তিনি কোটি কোটি টাকা তছরূপ করেছেন বলে অভিযোগ। সরকার তাঁর কাছ থেকে ৮ কোটি টাকা জরিমানা করেছে বলে জানা গিয়েছে। 

বাংলাদেশ সীমান্ত লাগোয়া শাহাবানচক এলাকার রেশন ডিলার ছিলেন আশরাফুল। তাঁর বিরুদ্ধে সাত বছর ধরে ভুয়ো রেশন কার্ড বানিয়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, তিনি প্রায় এক হাজার ভুয়ো রেশনকার্ড বানিয়েছিলেন।  তাঁদের নামে রেশন সামগ্রী সরকারের থেকে সংগ্রহ খোলা বাজারে বিক্রি করে দিতেন এই তৃণমূল নেতা।  স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে খাদ্য দফতর।  অভিযোগ প্রমাণ হওয়ার পরেই ডিলারশিপ বাতিল করে দেয় সরকার।