বিজেপি সমর্থকের পরিবারকে প্রাণনাশের হুমকি !

তৃণমূলের পঞ্চায়েত সদস্যর অডিও ভাইরাল ঘিরে বিতর্ক সবংয়ে। 

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
sw

File Picture

নিজস্ব সংবাদদাতা, সবংঃ বিজেপি সমর্থকের পরিবারকে প্রাণনাশের হুমকি! এর ফলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর অডিও ভাইরাল ঘিরে বিতর্ক সবংয়ে। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, মন্ত্রী-পুলিশ প্রশাসনের নাম করে বিজেপি সমর্থকের পরিবারকে প্রাণনাশের হুমকি। কাঠগড়ায় খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ইতিমধ্যে সেই অডিও ভাইরাল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের অন্তর্গত ৯ নম্বর বলপাই অঞ্চলের পানপাড়া এলাকায়।  জানা গিয়েছে, সবং ব্লকের ৯ নম্বর বলপাই অঞ্চলের পানপাড়া এলাকার বাসিন্দা উত্তম জানা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অন্যদিকে বিজেপি সমর্থক। উত্তম জানার অভিযোগ, বিজেপির সমর্থক হওয়ায় এলাকার পঞ্চায়েত গৌরহরি বেরা গত বেশ কয়েকদিন আগে রাতে বাড়ি ফেরার সময় হঠাৎই গাড়ি আটকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে তাকে সবং হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনায় ওই বিজেপি সমর্থক  উত্তম জানা গৌরহরি বেরা সহ একাধিক তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কোর্টে মামলা রুজু করে। তারপর থেকেই ঘটনার সূত্রপাত। মামলা রুজু কেন করা হলো ? এই কৈফত চেয়ে মন্ত্রী মানস ভূঁইয়া-পুলিশ প্রশাসনের নাম নিয়ে ওই বিজেপি কর্মীর সমর্থকের বাড়ির ফোনে হুমকি দেয় গৌরহরি বেরা। 

এ ব্যাপারে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের  সভাপতি আবুল কালাম বক্স বলেন, আমি কিছুক্ষণ আগে এরকম একটি বার্তা শুনলাম বলপাই অঞ্চলে। কোন একজনের মানুষকে ফোনে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছে। দল কখনো হুমকি রাজনীতির মর্যাদা দেয়নি। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং ওই অঞ্চলের নেতৃত্বদের বলেছি। মিটিং ডেকে দল থেকে বহিষ্কার করার জন্য।পাশাপাশি পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও ভুল জানানো হয়েছে।এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস।

   

job digbijoy da