নিজস্ব সংবাদদাতা : পুলিশের সামনেই আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থীরা। তবুও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। বারুইপুরে গিয়ে এমনই অভিযোগ শুনতে হল শুভেন্দু অধিকারীকে। তারপরই পদক্ষেপের জন্য দিলেন সময় বেঁধে। ৭ দিন পুলিশকে ডেডলাইন দিলেন বিরোধী দলনেতার। ভোট-সন্ত্রাসে দক্ষিণ ২৪ পরগনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সুর চড়ান শুভেন্দু। ওসি ও বিডিওর বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগে ক্ষোভ উগড়ে দেন তিনি। আক্রান্ত বিজেপি কর্মীদের সরকারি হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ। এমনকি থানাও বিজেপির অভিযোগ নিচ্ছে না বলে দবি করেছেন বিরোধ দলনেতা।