নিজস্ব সংবাদদাতা: ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকার। সেখানে চলছিল গ্রামের পুজো আর সেখানেই শুরু হয় মদ্যপ অবস্থায় গণ্ডগোল। গোলমাল চলতে চলতে তা বিশাল আকার ধারণ করে। ঘটনার খবর যায় দাসপুর থানায়। খবর পেয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ ও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঠিক সেই সময়ই স্থানীয় মানুষজন পুলিশকে ঘিরে ফেলে। শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল গণ্ডগোল।
/anm-bengali/media/media_files/2025/03/19/OONyLBYVugnWi0sT0y48.PNG)
সেই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল ১০ জনকে। এবার আরও ৪ জন গ্রেফতার হল উল্লেখযোগ্য ঘটনায়। মূলত, কর্তব্যরত পুলিশ অফিসারকে মারধর করার অভিযোগে এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে এই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধৃতদের আজ ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে, এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে, ফলে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ প্রশাসন।