সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করল কোর্ট, কি জানালেন সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য ?

কি জানালেন সিপিএম সাংসদ ?

author-image
Adrita
New Update
a

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ আর জি কর মামলায় গতকাল শিয়ালদহ কোর্ট মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে চূড়ান্ত সাজা শুনিয়েছে। যদিও এই রায়কে অনেকেই মান্যতা দেয়নি। এই বিষয়ে সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্য তথা বিশিষ্ঠ আইনজীবী তার প্রতিক্রিয়া দিয়েছেন। কি জানিয়েছেন তিনি ? 

Sanjay

তার কথায়, '' অন্য কেউ কিছু আশা করেনি। ক্লাস সিক্সের ছেলেকে জিজ্ঞাসা করলেও সেও এই কথাই বলত। সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করার মধ্যে কৃতিত্বের কিছু নেই। সিবিআই অন্য কাউকে ধরতে পারেনি। এটা সিবি আই এর চূড়ান্ত ব্যর্থতা। ''

RG kar case | আঁটসাঁট নিরাপত্তা শিয়ালদা কোর্টে, আড়াইটেতে আরজি কর কাণ্ডের  রায় ঘোষণা ২২০ নম্বর রুমে

তিলোত্তমা কান্ডে শুধুমাত্র সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করা নিয়ে বিকাশ ভট্টাচার্য আরও দাবী করেছেন যে, '' সঞ্জয় রাই ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করার ক্ষমতা বিচারালয়ের নেই, সিবিআই এরও নেই। ''