নিজস্ব সংবাদদাতা : এবার হাওড়ায় রাম নবমীর মিছিল নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে যে, রাম নবমীর দিন এই মিছিল বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে সম্পন্ন করতে হবে। এই মিছিলে কোনওরকম অস্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি এই মিছিলে বাইক অনুমোদিত নয়।
/anm-bengali/media/media_files/OAtRu7AvIWntlve5rKBe.png)
মিছিল শান্তিপূর্ণভাবে ও পুলিশের তত্ত্বাবধানে সম্পন্ন করতে হবে। এই মিছিলে সর্বোচ্চ মোট ৫০০ জন অংশগ্রহণকারী থাকতে পারে, এবং জি টি রোড ধরে একটিই নির্ধারিত রুটে এই মিছিল হবে।