ফের বাংলাদেশের সঙ্গে সংঘর্ষে জড়াল বিএসএফ

দিনহাটা ১ নং ব্লকের গীতালদহ নারায়ণগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সংঘর্ষে জড়াল বিএসএফ। সঙ্গে সঙ্গে বিএসএফ তাদেরকে তাড়া করলে তারাও বিএসএফের উপর চড়াও হয়।

author-image
Jaita Chowdhury
New Update
BSF-2

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দিনহাটা ১ নং ব্লকের গীতালদহ নারায়ণগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সংঘর্ষে জড়াল বিএসএফ। সূত্র মারফত জানা গেছে, গিতালদহের নারায়ণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমানায় যখন বিএসএফের তিন নং ব্যাটেলিয়ানের কর্তব্যরত জওয়ানরা, প্রহরা দিচ্ছিলেন ঠিক সেই সময় তারা দেখতে পান সীমান্ত পাড় করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বাংলাদেশি চোরা।

সঙ্গে সঙ্গে বিএসএফ তাদেরকে তাড়া করলে তারাও বিএসএফের উপর চড়াও হয়। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় সীমান্তের দুই দিকেই রয়েছে ভারতীয় এবং বাংলাদেশি নাগরিক এবং সীমান্তরক্ষী বাহিনীরা। খেলা যাচ্ছে ঘটনা ছেড়ে প্রায় চার পাঁচ জন বিএসএফ সদস্য আহত রয়েছেন। তবে এই ঘটনা এবং আহতের বিষয়ে বিএসএফের তরফ থেকে এখনও কোনও কিছু জানানো হয়নি। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই এলাকায় এসে টহল দিয়ে গিয়েছেন দিনহাটা থানার পুলিশ আধিকারিকেরা।