পশ্চিমবঙ্গ সরকারের মাল্টি অর্গান ফেইলিওর, রাস্তায় মানুষ দেখে নেবে

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বঙ্গ বিজেপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচীর সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেতা অঙ্কন দত্ত।          

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বঙ্গ বিজেপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচীর সম্পর্কে বিজেপি নেতা অঙ্কন দত্ত বলেছেন, "পশ্চিমবঙ্গের প্রশাসন এখন প্রহসনে পরিণত হয়েছে। যেখানে আমার দেখছি পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে এবং তদন্ত করতে ব্যর্থ হচ্ছে।

publive-image

মন্ত্রীরা উপযুক্ত নাগরিক নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। সুস্থ সমাজে মানুষের জন্য পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাল্টি অর্গান ফেইলিওর হয়েছে। সরকার আর বেশিদিন চলতে পারেনা। তাই তার বিরুদ্ধে আন্দোলন, অবরোধ, প্রতিবাদ ছাড়া আর কোনও রাস্তা নেই।

publive-image

আরজি করের নারকীয় ঘটনার পর তৃণমূলের যে মনোভাব, এবং গতকাল আরজি করে ভাঙচুর করবার যে ঘটনা, তৃণমূলের হার্মাদদের যে অপচেষ্টা তার বিরুদ্ধে পথে নামা ছাড়া, সুস্থ শুভ বুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষের আর কোনও রাস্তা আছে বলে আমার মনে হয় না। তাই রাস্তায় এবার এই সরকারকে দেখে নেবার সময় এসে গেছে।"