নিজস্ব সংবাদদাতা: জলপাইগুড়িতে সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করলেন হুগলির প্রাক্তন সাংসদ তথা বিজেপির মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এই সাংগঠনিক বৈঠকে এসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
একই সঙ্গে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যেভাবে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে তার নিন্দা জানিয়েছেন দ্ব্যর্থ ভাষায়। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে আর তারপরে এপারের হিন্দুরাও নিরাপত্তা হীনতায় ভুগছেন এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন লকেট।
তিনি আরো বলেন, “শুধুমাত্র বাংলাদেশ নয় বাংলাতেও মানুষ উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গে হিন্দুদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেত্রী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে বাংলার তুলনা” করেছেন তিনি। ফিরহাদ হাকিমের সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক মন্তব্যে পরিপ্রেক্ষিতে লকেট বলেন “বাংলাদেশের মতো বাংলাকে মিনি পাকিস্তান বানাতে চাইছেন ফিরহাদ হাকিম”।
মালদহে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল নেতার এই প্রসঙ্গে প্রাক্তন অভিনেত্রী জানান, “তৃণমূলের নেতারাই এখন নিরাপদে নেই”।
বাংলার মাদ্রাসা গুলিতে জঙ্গি হওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে। আর সেই কারণেই এখানে এত জঙ্গিদের উৎপাত জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আরজি কর থেকে জয়নগর প্রসঙ্গ তুলে বাংলায় নারীদের অবস্থান নিয়েও যথেষ্ট উসমা প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ।