নিজস্ব সংবাদদাতা : হাওড়ার আমতায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত বিজেপি প্রার্থীদের সঙ্গে সাক্ষাতের পর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে সামনে পেয়েই একের পর এক নালিশ জানান প্রার্থীরা। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। দুষ্কৃতীরা মারছে দেখেও পুলিশ ছিল নীরব দর্শক। শুভেন্দুকে এমনই নালিশ জানিয়েছেন আক্রান্তরা। সব রকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। বারুইপুরে ৭টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানান শুভেন্দু। ৬টি দোকান লুঠের অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রসঙ্গত, ভোট সন্ত্রাসে ঘর ছাড়া বিজেপির বহু কর্মী। বাড়ি ছেড়ে আতঙ্কে বারুইপুরে জেলা পার্টি অফিসে ঠাঁই নিয়েছেন তারা। তাদের সঙ্গে দেখা করে কথা বললেন শুভেন্দু অধিকারী।