নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুজিপুর এলাকায় একটি জঙ্গলে সদ্যজাত কন্যা সন্তানকে ফেলে পালালো পরিবার। অঘটনের আগেই খবর যায় পিংলা থানায়। দ্রুততার সঙ্গে চাইল্ড ডিপার্টমেন্টে জানিয়ে শিশুটিকে উদ্ধার করে খড়গপুরে পাঠানো হয়। পাশাপাশি তাকে মেদিনীপুর মেডিক্যালে রেফার করা হচ্ছে বলে সূত্রের খবর। এই ধরনের ঘটনায় পরিবারের প্রতি নিন্দার ঝড় তুলেছে পিংলাবাসী।
অপরদিকে এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রেখা হুই বলেন, "আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিংলা থানায় জানাই। ওঁরা দ্রুত ব্যবস্থা গ্রহন করেন। বর্তমানে শিশুটিকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে বেটার চিকিৎসার জন্য"।