অস্বস্তি বাড়ছে তৃণমূলের! আবাস প্রকল্পের তালিকা নিয়ে বিক্ষোভ রায়দিঘিতে

আবাস প্রকল্পের তালিকা নিয়ে বিক্ষোভ রায়দিঘিতে ।

author-image
Tamalika Chakraborty
New Update
nhjyte

নিজস্ব সংবাদদাতা: আবাস প্রকল্পের টাকা দেবে রাজ্য।  কাদের নাম তালিকায় থাকবে, সেই নিয়ে ইতিমধ্যে জেলায় জেলায় সমীক্ষা শুরু হয়ে গিয়েছে। যাঁদের পাকা বাড়িই নেই, তাঁদের নাম তালিকায় না থাকায় গোলমাল বাধে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে।  শুক্রবার এই তালিকা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়দিঘির  কুমড়া পাড়া পুরকাইত ঘেরিতে।  ঘটনায় দুই পক্ষের হাতাহাতি হয় বলেও জানা গিয়েছে। ঘটনায় নির্দল পঞ্চায়েত সদস্যের আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমড়া পাড়া পঞ্চায়েতের মহিলা সদস্য ফরিদা মোল্লা। আইএসএফ-এর সমর্থনে তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে জিতেছিলেন।  তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, তিনি ফরিদা কুমড়া পাড়া পুরকাইত ঘেরিতে আবাস প্রকল্পের উপভোক্তাদের নামের একটি তালিকা ফ্লেক্সে ছেপে টাঙিয়ে দেন।তালিকার একেবারে উপরে লেখা, কাঁচাবাড়ি, ছাদ ছাড়া পাকা বাড়ি, ছাদ ওয়ালা পাকা বাড়ি, দোতলা পাকা বাড়ি আবাস যোজনার তালিকা। এই ফ্লেক্স জুড়েই দ্বন্দ্ব শুরু হয়। ওই তালিকা সঠিক নয় এই অভিযোগে ও তার প্রতিবাদে রাস্তায়  নামেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ঘটনায় হাতাহাতিও শুরু হয়ে যায়। রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা বলেন, আবাস তালিকা নিয়ে  দ্বন্দ্ব শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।