বিশ্ব ডাইবেটিস দিবসে সচেতনতা বার্তা

আজ বিশ্ব ডাইবেটিস দিবস।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ডায়েটে যোগ করুন এই চাল!

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: সচেতনতাই পারে ডায়াবেটিস থেকে মুক্তি দিতে। বিশ্ব ডাইবেটিস দিবসে সচেতনতাই বেঙ্গল ডাইবেটিস ফাউন্ডেশন, দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও রোটারি ক্লাব অফ দুর্গাপুর,সদস্যদের সাথে সচেতনতাই পা মেলালো খুদে পড়ুয়ারাও।

দুর্গাপুরের বেনাচিতি বাজার এ পদযাত্রা করে। চলে পথনাটক সহ নৃত্যর মধ্যে বার্তা দেওয়া হয় , ডাইবেটিসে আক্রান্ত হওয়ার পরেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বছরে একবার করে সুগার টেস্ট শারীরিক পরীক্ষা করানো অত্যন্ত জরুরী। 

পদযাত্রায় পা মিলিয়ে ডক্টর অমিতাভো বিশ্বাস বলেন," আমরা প্রতিবছরই ১৪ ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করি। এ বছরও মানুষের মধ্যে সচেতনতার বীজ রোপন করার জন্য বেনাচিতি বাজার জুড়ে পদযাত্রা করলাম। আমাদের বেঙ্গল ডায়াবেটিকস ফাউন্ডেশন একেবারে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে। ডাইবেটিস আক্রান্তদেরও আমাদের চিকিৎসকরা নানান পরামর্শ দিয়ে থাকেন। মানুষ নিজে থেকে সচেতন হচ্ছে না তাই আমরা পথে নেমে সচেতনতা করছি। ''