ভেঙে পড়ল বাড়ির একাংশ, অসহার পরিবারের পাশে দাঁড়ালেন উপপ্রধান

পাশে দাঁড়ালেন উপপ্রধান।  

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায় আশেরা হাজরা নামে এক মহিলার বাড়ীর একাংশ ভেঙে পড়ে যায়। সেই খবর আসে ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা। তিনি খোঁজ নেন মহিলার পারিবারিক পরিস্থিতিও ভালো নেই। তাই দ্রুততার সঙ্গে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি আশেরা বিবির বাড়ীতে হাজির হন।

চাল,ডাল,আলু,ত্রিপল,কম্বল, পিঁয়াজ,সহ সমস্ত সামগ্রী তিনি পৌঁছে দেন। দুই মাসের সব্জি থেকে মশলা,ডিম,বিস্কুট সমস্ত কিছুই তিনি তুলে দেন। চন্দন বেরা ছাড়াও উপস্থিত ছিলেন ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ মুর্মু, ৩ নং সত্যপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসিরুদ্দিন খাঁন, ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুস্মিতা দত্ত,মুনমুন সেন মন্ডল সহ অনান্যরা। উপপ্রধানের এই উদ্যোগে কিছুটা স্বস্তি পেলো আশেরা বিবির পরিবার।