নিজস্ব সংবাদদাতা: রাজ্যের দুই চিড়িয়াখানায় আসতে চলেছে দুই নতুন অতিথি। একটি কলকাতার আলিপুর চিড়িয়াখানা এবং অন্যটি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। তবে বাইরের কোন রাজ্য বা দেশ থেকে নয়। কেন্দ্রীয় জু অথরিটির অনুমোদনে প্রাণী বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে ওই দুই অতিথিকে বিনিময় করা হবে।
/anm-bengali/media/post_banners/je8VaczbBWHXatwueaAq.jpg)
আলিপুর চিড়িয়াখানা থেকে বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হবে একটি সিংহী। আর বেঙ্গল সাফারিকে পার্ক থেকে আলিপুরে পাঠানো হবে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। সব ঠিক থাকলে চলতি মাসেই রাজ্য জু অথরিটি ওই দুই প্রাণীর বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করবে। আর বেঙ্গল সাফারি পার্কে সিংহী আসলে সংখ্যা বেড়ে হবে চারটি।