নদীর চড়ে দেখা মিলেছে দানবীয় তিমির, আতঙ্কে এলাকাবাসীরা

আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।  

author-image
Adrita
New Update
া

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপঃ নদীর চড়ে একের পর এক দেখা মিলছে দানবীয় তিমির, আতঙ্কিত এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, নদীর জল নামতেই আচমকা নদীর তটে বিশাল আকৃতির একটি তিমি দেখে চক্ষু চড়কগাছ মৎস্যজীবীদের। জানা গিয়েছে, সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপের চরে তিমিটি দেখতে পাওয়া যায়। প্রায় ২০ ফুট দৈর্ঘ্যের এত বড় তিমি অতীতে কখনও মুড়িগঙ্গা নদীতে দেখা যায়নি বলে দাবী স্থানীয়দের। তাই এই বিশালাকৃতির তিমি এলো কোথা থেকে তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। 

মেরুপ্রদেশ থেকে সুন্দরবনের নদীতে 'পরিযায়ী' তিমি, দেখতে হুড়োহুড়ি -  Drishtibhongi দৃষ্টিভঙ্গি

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, নদীর চড়ে বিশালাকার তিমির দেখা মেলাতে আতঙ্কে রয়েছেন নদী পারাপারকারী যাত্রীরা।