হাড়হিম করা ঘটনা! বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ

জঙ্গল থেকে চিতাবাঘ বেরিয়ে এসে বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছে। তবে শুধু ঘুরেই বেড়াচ্ছে না, চিতাবাঘটি সেখান থেকে রাস্তায় লাফও মারছে। ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-31 at 18.57.30

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ভয়ংকর ঘটনা! জঙ্গল থেকে চিতাবাঘ বেরিয়ে এসে বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছে। তবে শুধু ঘুরেই বেড়াচ্ছে না, চিতাবাঘটি সেখান থেকে রাস্তায় লাফও মারছে। ঘটনাটি ইন্দোরের মানসরোবর কলোনির। সম্প্রতি সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। দেখা যাচ্ছে, বাড়ির নীচে দাঁড়িয়ে ছিলেন একজন তরুণ। আর তাঁদের সামনেই লাফিয়ে পড়ল চিতাবাঘ। চোখের সামনে এমন হঠাৎ চিতাবাঘকে পড়তে দেখে দুই তরুণের তো আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়।