নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বার্জটাউনের মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পর্ষদের আয়োজনে পশ্চিম মেদিনীপুর খাদি মেলা ২০২৪-২৫ এর সমাপ্তি অনুষ্ঠান হলো আজ।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গত ৬ ই জানুয়ারি এই মেলার শুভ সূচনা হয়েছিল। জেলার একগুচ্ছ আধিকারিক এই মেলার উদ্ধোধনে উপস্থিত ছিলেন।আজ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরী। আজ তার সমাপ্তি অনুষ্ঠানে জেলা শাসক খুরশিদ আলি কাদরী ১২ দিন চলা খাদি মেলায় ভালো প্রদর্শন কারীদের পুরস্কার তুলে দেন নিজ হাতে এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তারা। প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার ব্যাবসা হয়েছে এই মেলায় জানান পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশেদ আলি কাদেরী।