টিউশন পড়ে বাড়ি ফেরার পথে রাস্তা আটকায় দুই ছেলে, তারপর ঘটে গেল হাড়হিম ঘটনা…

গ্রামের মহিলা থেকে পুরুষ ক্ষোভে ফেটে পরে সড়ক অবরোধ শুরু করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
child rape

File Picture

নিজস্ব সংবাদদাতা: টিউশনি থেকে বাড়ির ফেরার পথে দুই নাবালিকাকে নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির ময়নাগুড়ি ভোটপট্টি এলাকা। পথ অবরোধ স্থানীয়দের, পাল্টা পুলিশের লাঠি চার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হল।

যা জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় মাধব ডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা পাড়ার দুই নাবালিকা প্রাইভেট টিউশনি পড়ে বাড়ি ফেরার সময় পথ আটকায় এলাকার দুই যুবক। স্থানীয়দের অভিযোগ যুবকেরা দুই নাবালিকাকে বলপূর্বক রাস্তা থেকে অন্ধকার স্থানে টেনে নিয়ে যাবার চেষ্টা করলে, আতঙ্কে চিৎকার করে দুই নির্যাতিতা। চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা ছুটে এলে অন্ধকারে গা ঢাকা দেয় যুবকেরা।

রাত থেকেই এই নিয়ে ক্ষোভে ফুঁসতে থাকা গোটা গ্রাম। বুধবার সকাল থেকেই অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয়রা। এরপরই বদলে যায় এলাকার চিত্র। গ্রামের মহিলা থেকে পুরুষ ক্ষোভে ফেটে পরে সড়ক অবরোধ শুরু করেন।

Rape

খবর পেয়েই ময়নাগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় সড়ক অবরোধ স্থলে। পুলিশকে দেখেই ক্ষোভে ফেটে পড়ে অবরোধকারীরা। এরপরই অবরোধকারীদের হটাতে পুলিশের পক্ষ থেকে প্রথমে লাঠি চার্জ এবং পরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বলে অভিযোগ।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে ময়নাগুড়ি ২ নম্বর ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর দত্ত জানান যে, এই ঘটনা মঙ্গলবার ঘটেছে তার তীব্র নিন্দা করছি। পাশাপাশি কিছু লোক এটা নিয়ে রাজনীতি এবং সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করছে। 

অপরদিকে, ঘটনা প্রসঙ্গে বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, ‘খোদ ফিরহাদ হাকিম যে ধরনের কথা বলে চলেছেন, সেটা শুনেই এক শ্রেনীর মানুষ উৎসাহিত হচ্ছে। মঙ্গলবারের ঘটনা তারই প্রতিফলন’।

rape3girl