নিজস্ব সংবাদদাতা: ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বৈরথ অব্যাহত ৷ যার জেরে সরগরম কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশনও৷ জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ১০০ দিনের কর্মীরা মজুরি পাননি । সেই নিয়ে শনিবার ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত ও ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় একযোগে সরব হন রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে । জবাবে, আগামী 3 দিনের মধ্যে রাজ্য সরকারের শহুরে রোজগার যোজনা বা ১০০ দিনের কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম ।
/anm-bengali/media/media_files/WVPsu4sJiLhnjvqALxdc.jpg)