পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়ালো সরকার! কতটা দাম বাড়লো তরল সোনার?
শস্য বীমার দাবিতে কৃষকদের আন্দোলন! পথ অবরোধ বিক্ষোভ কৃষকদের
‘ডাক্তারের ডিগ্রি জাল প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’: রাজেন্দ্র শুক্লা
৩০ শতাংশ বাজার দখল করে এগিয়ে ওলা! বাজাজ অটো, টিভিএস মোটরের সঙ্গে জোরদার প্রতিযোগিতা
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ
আলো এলেও শান্তি এলো না! অন্ডালে বিদ্যুৎ সংযোগের ছয় বছর পর এল বিশাল বিল
একাধিকবার দেওয়ানি বিতর্কে ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে উত্তরপ্রদেশ পুলিশ
হাড়হিম করা ঘটনা! উত্তরাখন্ডে পোড়া গাড়ি থেকে উদ্ধার মহিলার কঙ্কাল!
জলপাইগুড়িতে রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা! আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

বাংলায় পয়লা বৈশাখ পালনে কিছু পুরনো রীতি! জানলে আপনিও অবাক হবেন

চিরাচরিত রীতিনীতি মেনে যথাযথ উৎসাহ-উদ্দীপনায় পালিত হয় বাংলার নববর্ষ।

author-image
Tamalika Chakraborty
New Update
bengali new year 1

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের জন্য বাংলা নববর্ষ এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। চিরাচরিত রীতিনীতি মেনে যথাযথ উৎসাহ-উদ্দীপনায় পালিত হয় এই দিনটি। পয়লা বৈশাখ উপলক্ষে ঘরবাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে নতুন পোশাকে সজ্জিত হয়ে আত্মীয়-পরিজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, রান্নাবান্না, মেলা এবং ধর্মীয় আচার পালন—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে বর্ণময় ও স্মরণীয়।

চলতি বছর বাংলা নববর্ষ, অর্থাৎ পয়লা বৈশাখ পালিত হবে ১৫ এপ্রিল ২০২৫। এই দিন থেকে শুরু হবে বাংলা সন ১৪৩২। পয়লা বৈশাখের দিন অসমেও উদযাপিত হবে বিহু উৎসব, ফলে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দিন পালন করবে দুই রাজ্যের মানুষ।

এই বিশেষ দিনে বাঙালির ঘরে ঘরে দেখা যায় নানা আচার ও সংস্কার। স্নান সেরে মানুষ পরেন নতুন পোশাক, পূজা করেন দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের। ব্যবসায়ী সমাজের কাছে দিনটি গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই তারা নতুন হিসাবের খাতা ‘হালখাতা’ খুলে থাকেন। বহু জায়গায় আয়োজন হয় বিশেষ পুজো ও প্রসাদ বিতরণের।

bengali-new-year1

এছাড়াও বাংলার বিভিন্ন অঞ্চলে পয়লা বৈশাখে গরুকে স্নান করানো, তিলক পরানো, খাবার খাওয়ানো এবং গো পুজোর রীতিও অনুসরণ করা হয়। কোথাও কোথাও বসে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। নববর্ষের ঠিক পরদিন মেঘের পুজো করার চলও রয়েছে, যাতে ভালো বৃষ্টিপাত হয় এবং ফসল ফলন ভালো হয়—এই বিশ্বাস বহু প্রাচীন।

সব মিলিয়ে, ১৫ এপ্রিল বাংলার আকাশে-বাতাসে ফিরে আসবে বাঙালিয়ানা, আনন্দ ও ঐতিহ্যের এক অনন্য ছোঁয়া।